ভিক্টর বিশ্বাস চিতা স্টাফ রিপোর্টার
আমরা অনেকেই হয় তো অবগত আছি, গত ১ নভেম্বর থেকে আমাদের কুষ্টিয়া - রাজবাড়ী রুটে ঢাকা গামী নতুন দুইটা ট্রেন (সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস) চলাচল শুরু করেছে। দুঃখের বিষয় এই যে ট্রেন দুইটির একটারও আমাদের খোকসা স্টেশনে কোন স্টপেজ নেই।
খোকসায় এই দুইটা ট্রেনের স্টপেজ থাকুক এটা আমাদের সব খোকসাবাসীর দল মত নির্বিশেষে প্রাণের দাবী ।
এই দাবীটার বাস্তবায়নে খোকসা থেকে সরাসরি ঢাকা অথবা খুলনায় যাতায়াত খুবই সহজ হবে।
যদি স্টেশনের দুরত্বের ব্যাপারটা লক্ষ্য করি :
কুষ্টিয়া কোর্ট স্টেশন ও রাজবাড়ী স্টেশনে স্টপেজ আছে। এর মধ্যবর্তী তিনটা স্টেশন হলো কুমারখালী, খোকসা ও পাংশা।
কুষ্টিয়া ও রাজবাড়ীর মধ্যবর্তী স্টেশন খোকসা। তাই এখানে এই দুরত্বের ব্যাপারটা হিসাব করলেও খোকসা স্টেশনে ট্রেনের স্টপেজ দেওয়া কুমারখালী ও পাংশা স্টেশন থেকে বেশি যৌক্তিক।
কারণ যেহেতু ট্রেন দুইটা দ্রুত গতির, তাই কুমারখালী স্টপেজ থাকলে কুষ্টিয়া কোর্ট থেকে তুলনামূলক কাছে, ওদিকে রাজবাড়ী থেকেও পাংশা বেশি নিকটে, খুব অল্প সময়ে পৌছে যাবে, সেই তুলনায় উভয় দিক থেকে খোকসায় আসতে বেশি সময় লাগবে
তাই আমরা খোকসাবাসী যদি এই বিষয়টা নিয়ে দলমত নির্বিশেষে এই প্রাণের দাবী আদায় করতে পারি, তাহলে আমাদেরই ঢাকা - খুলনা - যশোরে কম খরচে ও উপভোগ্য ট্রেন জার্নি সহজতর হবে।
আশা করি, এই বিষয়টা নিয়ে খোকসার রাজনৈতিক ব্যক্তিত্ব ও কৃতি সন্তান ও সব জনসাধারনের ভাবার সময় এসে গিয়েছে।
-আমার ব্যক্তিগত অভিমত উপস্থাপন করলাম।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত