প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ
৭২ ঘন্টা পার হতেই অবরোধের পর এবার ৪৮ ঘন্টার অবরোধ ডাকলো গণ অধিকার পরিষদ
৭২ ঘন্টা পার হতেই অবরোধের পর এবার ৪৮ ঘন্টার অবরোধ ডাকলো গণ অধিকার পরিষদ। বিএনপির ডাকা কর্মসূচির সঙ্গে মিল রেখে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। রোববার (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি। শনিবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদ।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান দুনীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য অবরোধ কর্মসূচির ঘোষণা করছি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী রোববার ভোর ৬ টা থেকে মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত