ঝিনাইদহের শৈলকুপার পূর্ববিরোধের জের ধরে মীমাংসা পর ফের সংঘ*র্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধা ৬ টায় উপজেলার ত্রিবেণী গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে এলাকাজুড়ে। গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে উভয় গ্রুপ।
এ ঘটনায় আহত হয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন তিনজন। আহতরা হলেন উপজেলার ত্রিবেণী গ্রামের মনোয়ার হোসেনর পুত্র তানভির হোসেন, ঝড়ো জোয়ার্দারের পুত্র রাকিবুল ইসলাম এবং মৃত জয়াদ আলী জোয়ার্দারের পুত্র আবু জোয়ার্দার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধার দিকে বাজারে দুই গ্রুপের যুবকদের মধ্যে কথা কাঁটাকাটি হয়। পরে বাজারের পাশে সরো মস্তানের মাজারে অভিমুখে মারধরের ঘটনা ঘটে। পরে বাজারের কিছু দোকানে ভাংচুর হয়।
আহতদের অভিযোগ, 'আমরা বাজার থেকে বাড়ি ফেরার পথে মাজারের পাশে প্রায় বারো তের জন আমাদের উপর হামলা করে। গত ১২ অক্টোবর ফুটবল খেলাকে কেন্দ্র করেও তারা আমাদের উপর হামলা করেছিল। আজ (শুক্রবার) সন্ধায় আবারো মন্ডল গোষ্ঠীর লোকেরা দেশীয় অস্ত্র, রড ও লাঠিসোঁটা নিয়ে পরিকল্পিত হামলা চালিয়েছে। এটি একটি মীমাংসিত বিষয় যা সার্কেল পুলিশ সুপারের উপস্থিত বৈঠকে শৈলকুপা থানায় মীমাংসা করা হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।'
এ বিষয়ে মন্ডল গোষ্ঠীর মাতব্বররা পাল্টা অভিযোগ তুলে বলেন, 'বিষয়টি পূর্বের ঘটনার জের ধরেই। শুক্রবার সন্ধায় তানভীর, রাকিবুল ও অন্যরা বাজারে আমাদের গোষ্ঠীর ছেলেদের সাথে কথাকাটি করে। পরে একটু হাতাহাতি হয়েছে। পরিকল্পিত ঘটনা অভিযোগ সঠিক নয়। আমরা খুবই শান্তপ্রিয়।'
এ ব্যাপারে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল বলেন, 'আমি বাহিরে আছি। ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে পরে জানাতে পারবো।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত