রাসেল বিশ্বাসঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোলপ্লাজায় অল্পের জন্য বেঁচে গেল প্রাইভেটকারে থাকা চার সদস্যের এক ব্যবসায়ী পরিবার। এরা গুরুতর আহত হন। এমন ঘটনাটি ঘটে শুক্রবার রাত আটটার দিকে ভাঙ্গা-পদ্মাসেতু-ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের বগাইল টোলপ্লাজায়। সেখানে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহত পরিবারটি হচ্ছেন- রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের মৃত্যু তারেক মিয়ার ছেলে শোভন মিয়া(৪৫), এলিভা(৩০), পুত্র আয়ান(৮) ও কন্যা আরসা(৪)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী পরিবারটি রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছিলেন। ওই ব্যবসায়ী নিজেই ড্রাইভ করছিলেন। তার প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩২-৩৫৩৬) বগাইল টোল প্লাজায় টোল দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পিছন থেকে মাছ বোঝাই একটি ট্রাক ঢাকা মেট্রো ল-১৭-৯২০০) তার প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দিলে দুইদিক থেকেই চাপাঁপড়ে সামনে পিছনে দুমড়ে মুছড়ে যায় কারটি। তখন পরিবারের চারজনই আটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘঠনাস্থলে পৌঁছে পরিবারটিকে উদ্ধার করেন। ট্রাকের চালক হেলপার মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।
ট্রাক টি আটক করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশ।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম বলেন, টোল দেওয়ার সময় পিছন থেকে প্রাইভেট কার কে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে তবে হতাহত হয়নি।
এদিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাফর মিয়া জানান, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারটি। বগাইল টোল প্লাজাটি ফ্লাইওভারের কাছাকাছি হওয়াতে বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা প্রাইভেটকারকে ধাক্কা দিলে দুই দিক থেকে চাপা খেয়ে আটকে পড়ে। পরে আমরা উদ্ধার করে চিকিৎসা দিয়ে অন্য একটি গাড়িতে উঠিয়ে দেই। গাড়িতে থাকা চারজনই আহত হন।
তিনি আরো জানান, ফ্লাইওভারটি অনেক উঁচু নামতে গেলে বোঝাই ট্রাক অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারেন না যার ফলে টোলপ্লাজার আইল্যান্ডের উপর দিয়ে অনেক গাড়ি উঠে গিয়ে এক্সিডেন্ট হয়। টোল প্লাজাটি চালু হওয়ার পর থেকে অদ্যবদি পর্যন্ত আমি ২৫ থেকে ৩০ টি এক্সিডেন্টের উদ্ধার কাজ করেছি। আইল্যান্ডের উপর উঠে একাধিক গাড়ি আগুন ধরে গিয়ে বহুলোক মৃত্যুবরণ করেছে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, মহাসড়কের টোল প্লাজাটি ফ্লাইওভারের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে , টোল প্লাজাটি একটু দূরে সরিয়ে নেয়া হলে দুর্ঘটনা একেবারেই কমে আসবে বলে মন্তব্য করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত