কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল জব্দ ও ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিলাইদহের খাসচর এলাকার পদ্মায় এই অভিযান চালানো হয়।
জানা যায়, কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলা যৌথ অভিযান চালিয়ে শিলাইদহের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের সময় ১০ মিটার জাল সহ ৫ জনকে আটক করে। পরবর্তীতে আটক ৫ জনের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত ও কুষ্টিয়া সদরের উপজেলা সহকারী কমিশনার। এসময় সিনিয়র মৎস কর্মকর্তা মাহামুদুল হাসান, নৌপুলিশ ও কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত