নিসচা কেশবপুর উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
যশোর প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখা ও কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
নিসচার মাস ব্যাপি কর্মসূচির শেষে নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল এর নেতৃত্বে ২২শে অক্টোবর সকাল ১০টায় কেশবপুর উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি নিয়ে কেশবপুর উপজেলা বিভিন্ন রোড প্রদক্ষিন শেষে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখা প্রধান উপদেষ্টা এম এম এম এম আরাফাত হোসেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম। নিসচা আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন আমরা সড়ক যোদ্ধা গন নিরাপদ সড়ক চাই এর সম্মানিত চেয়ারম্যান ২১শে পদক প্রাপ্ত চিত্র নায়ক মানবতার ফেরিওয়ালা জাতীয় সড়ক যোদ্ধা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আমরা মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার ঘরে ফিরতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই দক্ষ চালকরা গাড়ি চালাক, মোটরসাইকেল চালকরা হেলমেট পরে মোটর সাইকেল চালাক। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম এম আরাফাত হোসেন বলেন সড়কের শৃঙ্খলা ফেরাতে সব ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে পাবেন তিনি আরও বলেন সড়ক দূর্ঘটনায় যদি কোন ব্যক্তি মৃত্যু বরণ করে তাহলে রিআইটিএর মাধ্যমে মৃত্যু ব্যক্তির ক্ষতি পূরণের ব্যবস্থ গ্রহণ করবেন। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন কেশবপুর উপজেলা নিরাপদ সড়ক যোদ্ধাদের সাথে আমি সব ধরনের সহযোগিতা কবরো।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আব্দুল করিম, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, কেশবপুর নিউজ ক্লাবের, লাইব্রেয়ান বিষয়ক সম্পাদক- মানবাধিকার নেতা, শফিকুল ইসলাম অপু।
সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক, মোঃ আসাদুজ্জামান,সাংবাদিক মনতোষ কুমার দাস, সাংবাদিক আবু সালেহ মাসুদ হাসান, সদস্য সচিব শরিফুল ইসলাম, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম উজ্জ্বল, সংরক্ষিত মহিলা মেম্বার নিসচার সদস্য শাহনাজ পারভীন, সাংবাদিক তাহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন, মমতাজ বেগম, কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিক আব্দুল রহমান রকি, সাংবাদিক মোঃ শাহজাহান কবীর, এনজিও কর্মকর্তা নিসচার সদস্য মোঃ ইউছুফ আলী, নিসচা সদস্য মোঃ আসাদুজ্জামান, চম্পা রানী, নিসচার কনিষ্ঠ সদস্য মোঃ আবু হুরাইরা বর্ষণ প্রমুখ