র্যাবের অভিযানে কুমারখালীর আলোচিত হত্যাকারী আসাদুল গ্রেফতার
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”
কুষ্টিয়ার কুমারখালীতে আলোচিত পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে স্বপন আলী (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত মামলার পলাতক আসামী আসাদুল ইসলাম আসাদকে গত(২০ই অক্টোবার) শুক্রবার রাতে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূএে জানা যায়, গত ১৭ অক্টোবার ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন তে”বেড়িয়া গ্রামের মোঃ আসাদুল ইসলাম (৩৬) পিতা মৃত মজিবুর রহমান, ও চয়নের স্ত্রীর সাথে স্বপন বিশ্বাস (২৬) এর সাথে পরকিয়া/ প্রেমের সম্পর্কের জেরে তাকে বাড়িতে ডেকে নিয়ে আসে এবং পূর্ব শত্রুতার জের ধরিয়া পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে।
উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের “মা” বাদী হয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় ৫ জনের নাম উল্লেখসহ ৫-৬ জন অজ্ঞতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১৩,তারিখ (১৮ অক্টোবার) ২০২৩, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর পলাতক হত্যাকারীদের গ্রেফতারের গোয়েন্দা নজরদাারী অব্যাহত রাখে সিপিসি-১,কুষ্টিয়া,র্যাব ১২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব ১২,সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২০ অক্টেবার ২০২৩ খ্রিঃ রাত ০৮. ৩০ ঘটিকায় র্যাব১২’র সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব- ১, সিপিসি-১ উওরা ক্যাম্পের যৌথ একটি আভিযানিক দল “ডিএমপি ঢাকার ভাটারা থানা এলাকায়” একটি অভিযান পরিচালনা করে আসাদুল ইসলাম আসাদকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়ার জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব১২,সিপিসি -১,কুষ্টিয়াকে তথ্যা দিন, সন্ত্রাস অস্ত্র ও জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।