ঈদগাঁওতে মোবাইল কোর্ট পরিচালনা : ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
ঈদগাঁও বাজারে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বিকেলে এ অভিযানে তিনজন দোকান মালিককে মূল্য তালিকা না রাখায় ভোক্তা অধিকার আইনে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বঙ্কিম বাজারের পাশে একটি বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন ব্যতিরেকে বেকারি পরিচালনা করায় পনের হাজার টাকা জরিমানা করা হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এ অভিযান চালান। এতেই সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন । তিনি জনস্বার্থে নিয়মিতভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত