কুষ্টিয়ার কুমারখালী শুরু হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু আজ। আজ,,( শুক্রবার ২০ অক্টোবর) থেকেই পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে।
পূজা মন্ডপের সব কাজ প্রায় শেষ। মন্দিরের সাজসজ্জা, আলোকসজ্জা এবং অন্যান্য বিষয় নিয়ে শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা শুরু হবে।
সকল মন্দিরেই দেবীর রং করার কাজও শেষ হয়েছে।
কুমারখালী উপজেলায় শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, তাই ঘরে ঘরে দেবী দুর্গার আগমনীর বার্তা।
পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্র্রদায়ের মাঝে সাজ সাজ রব। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা বোধন প্রস্তুতি
শুক্রবার ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা এবং মঙ্গলবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে অনুষ্ঠান।শেষ হবে,,
কুমারখালী থানার পূজা উদযাপন কমিটির সভাপতি:অ্যাডভোকেট জয়দেব জানান,
৬৮ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হইবে,,
(২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে পাঁচদিন ব্যপি আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
চলতি বছর কুমারখালী উপজেলার সর্বজনীনভাবে ৬৮ টি মন্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এবারো প্রতিটি মন্দিরে সরকারি নির্দেশনা মোতাবেক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসব পালনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।’
এই বিষয়ে কুষ্টিয়ার ৭৮ -৪ আসনের মাননীয় এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন কুমারখালী উপজেলার প্রতিটা মন্দিরের সরকারি সাহায্য সহযোগিতা ও ব্যক্তিগত সহযোগিতা সহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে,এবং আইন শৃঙ্খলা ব বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে প্রত্যেকটা মন্দিরের বিশৃঙ্খলা মুক্ত পরিবেশ গড়ার জন্য,,
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকিবুল ইসলাম জানান, ধর্মীয় সম্প্রীতি সারা দেশের জন্য একটি উদাহরণ। এখানে কার্যত কোন ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ নেই। তবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমারখালী থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ডপ গুলিতে ইউনিফর্ম ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়াও থাকছে কুইক রেসপন্স টিম।’
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত