এম আবু হেনা সাগর, চট্টগ্রাম থেকে
স্বপ্নের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন ২৮ অক্টোবর।
স্থানীয় কে.ইপি.জেড মাঠে প্রধানমন্ত্রীর এই জন সভাকে ঘিরে প্রস্তুতির শেষ নেই। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এই জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। সর্বত্রই যেন সাজ সাজ রব বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর আগমন,বহুল প্রতীক্ষিত স্বপ্নের সেই কাঙ্ক্ষিত টানেল উদ্বোধন ও জনসভা উপলক্ষে নতুন সাজে সাজছে পতেঙ্গাস্থ বঙ্গবন্ধু টানেল ও আনোয়ারার বিভিন্ন পয়েন্ট।
দক্ষিণ জেলা নয়, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নগর,উত্তর জেলা আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে।
এক সূত্রে জানা যায়, নৌকার আদলে দেশের সবচেয়ে বড় মঞ্চ নির্মাণ করা হবে। সকাল থেকে মঞ্চে দেশাত্মবোধক গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সবমিলে প্রধানমন্ত্রীর জনসভায় স্মার্ট বাংলাদেশের আবহ থাকবে।
২৮শে অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহু প্রতীক্ষিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেল উদ্বোধনের পরে কর্ণফুলীর ওপারে আনোয়ারাতে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত