হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলা ও পৌরসভার কাউন্সিল অনুষ্ঠিত
মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী তৃণমূল পর্যায়ে শাখা কমিটি গঠন কর্মসূচীর আলোকে হাটহাজারী উপজেলা ও পৌরসভার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর (২৩) বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারীস্থ সিটি প্যালেস কমিউনিটি সেন্টারে হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
১৮৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হন মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা এমরান সিকদার।
এবং ১৬০ সদস্যবিশিষ্ট পৌরসভা কমিটির সভাপতি নির্বাচিত হন মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব নূর মুহাম্মদ।
সাধারণ মানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি ও ঈমান আকীদা সংরক্ষণের লক্ষ্যে সারাদেশে জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হেফাজতের কমিটি নবায়নের নির্দেশনা দিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন,এ দেশে মুসলমানদের ঈমান-আকিদা ও ইসলামী তাহজিব-তমদ্দুন রক্ষার উদ্দেশ্যে হেফাজত গঠিত হয়েছে।তাই আমরা শিক্ষা, সংস্কৃতি ও তাহজিবের বিকাশ এবং নাস্তিক্যবাদের প্রতিরোধে কাজ করে যাব।আমাদের কাজ সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক-অরাজনৈতিক সকল নাগরিকের কাছে দ্বীনের সহিহ দাওয়াত পৌঁছানো। এটিই আমাদের মূল দায়িত্ব। মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্ম অবমাননা ও কটূক্তির সব প্রয়াস বন্ধ করে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে; এবং মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব যথাক্রমে মাওলানা নাছির উদ্দিন মুনির ও মাওলানা মীর ইদ্রিস নদভী,সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা জাফর আহমদ ও মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
এতে আরো বক্তব্য রাখেন মাওলানা জমির উদ্দিন,মাওলানা নছিম,মাওলানা মাহমুদ হুসাইন,মাওলানা আব্দুল্লাহ,মাওলানা ইয়াছিন,মাওলানা আবু আহমদ,মাওলানা শফিউল আলম,মাওলানা হাফেজ আলী আকবর,মাওলানা মুফতী বশির জমিরী,মাওলানা নিজাম সাইয়্যিদ,মাওলানা আবু বকর,মাওলানা আবু বকর,মাওলানা আসাদ উল্লাহ আসাদ,আবু তাহের রাজিব প্রমূখ নেতৃবৃন্দ।