ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে শেখ রাসেল দিবস উদযাপন
এম আবু হেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার) __
সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
১৮ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শেখ রাসেল দিবসের আলোচনা সভা।
সভার পূর্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, শেখ রাসেল দেয়ালিকার মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত