নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের সঞ্জয় ময়রার বাড়ির দক্ষিণ পাশে একটি নির্জন স্থান থেকে মোঃ হারুন শেখ (৬৫) নামের এক ভ্যানচালককে র*ক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
১৬ই অক্টোবর সোমবার রাত আনুমানিক ৯ টায় রেল রাস্তার পূর্ব পাশে একটি নির্জন জায়গা থেকে কান্নার আওয়াজ বাঁচাও বাঁচাও বলে চি*ৎকারের আওয়াজ শুনে মাছের ঘেরে যাওয়ার পথে রবিউল মুন্সি ও কালু মিয়া র*ক্তাক্ত ভ্যানচালক কে উদ্ধার করে। আহত ভ্যানচালক চর মল্লিকপুর ( মৃধা পাড়া ) গ্রামের মৃত মো. ওয়াজেদ শেখের ছেলে মো. হারুন শেখ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ সময় তার অবস্থা আশ*ঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কু*পিয়ে আহত করা হতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে।
স্থানীয়রা জানান, রাতে এশার নামাজ পর নির্জন স্থানে মাছের ঘেরে যাওয়ার পথে র*ক্তাক্ত অবস্থায় চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
লোহাগড়া থানার এসআই মো. ফিরোজ ইকবাল বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কালনা এলাকা থেকে আহত এক ভ্যানচালকের খবর পেয়েছি। বর্তমানে ওই ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত