ইউপি চেয়ারম্যান ও সচিব এর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ৬ মেম্বারের লিখিত অভিযোগ
মোঃ আজিজুর বিশ্বাস,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন ও ইউনিয়ন সচিব নুরুল ইসলাম ইউনিয়নের হত-দরিদ্র, দুস্থ, বৃদ্ধ , ও অসহায় মানুষদের জন্য সরকারি বরাদ্দকৃত ন্যায্য পাওনা দ্রব্য সামগ্রী থেকে বঞ্চিত অভিযোগকারী মেম্বারদের সই জালিয়াতি করে দুর্নীতিতে শীর্ষে অবস্থান করছেন বলে লিখিত অভিযোগ করে ৬ জন মেম্বার এবং এই লিখিত অভিযোগে নাম উল্লেখ করেন মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা,দুর্নীতি দমন কমিশন, উপপরিচালক যশোর, জেলা প্রশাসক নড়াইল ও উপজেলা চেয়ারম্যান লোহাগড়া বরাবর,
গত ১১ অক্টোবর ২০২৩, দিঘলিয়া ইউনিয়নের ৬ মেম্বার একটি লিখিত অভিযোগ দিয়েছেন,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর।
অভিযোগে উল্লেখ থাকে যে,
চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন ও ইউনিয়ন সচিব নুরুল ইসলাম অত্র ইউনিয়নের বরাদ্দ কৃত ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের অর্থ বছর ২০২২-২০২৩-ও ২০২৪ টি আর কাবিখা,কাবিটা,ও ওডিবি, গভীর নলকূপ, ভিজিএফ ও ভিজিডি, ইত্যাদি প্রকল্প আত্মসাৎ করেছেন।
যেমন: দিঘলিয়া বাজার উন্নয়ন, বাজারের ড্রেনের নামে ৩ বার মিলে ৮ লক্ষ্য ২৩ হাজার ৭ শত টাকা আত্মসাৎ করেছেন।
দিঘলিয়া বাজার বশু কর্মকার এর বাড়ির মূল সড়ক থেকে জাহিদ সরদারের অভিমুখে রাস্তা ইটের সলিং এর প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।
দিঘলিয়া বাজারের রবিউল এর দোকান থেকে যশোর সম্রাট সু পর্যন্ত প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।
দিঘলিয়া বাজার কুমারেসের দোকানের সামনে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।
ভিজিডি, ভিজিএফ, এর দুর্নীতির অভিযোগ তদন্ত চলমান রয়েছে।
এবং অন্যান্য প্রকল্পের দুর্নীতির ও অনিয়ম সহ সরকারি টাকা আত্মসাৎ করাই ৬ মেম্বার একটি লিখিত অভিযোগ করেছেন,
অভিযোগ কারী মেম্বারদের সাথে কথা হলে তাহারা বলেন, আমরা এই ধরনের দুর্নীতিবাজ চেয়ারম্যান কে পরিষদে চাইনা, আমরা অভিযোগ দিয়েছি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলে আশা করছি।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুরুল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি বলেন আমি বাইরে আছি পরে কথা হবে।
এবিষয়ে জানার জন্য চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন কে একাধিক বার ফোন করে ও তাকে পাওয়া যায় নাই।
উপরে উল্লেখিত বিষয়টি নিয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ জমা হয়েছে এখনো দেখা হয় নাই, দেখা পরে তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে।