লালন ভক্তদের পদচারণায় মুখর লালন সাঁইজীর আঁখড়া
আজ থেকে শুরু হলো ফকির লালন সাঁইজীর ১৩৩ তম তিরোধান দিবসের অনুষ্ঠান।
এরই মধ্যে আজ কয়েক দিন ধরে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আঁখড়া বাড়িতে আসতে শুরু করেছে লালন সাঁইজির ভক্ত ফকির, পাগল,সাধু সহ বিভিন্ন শ্রেণির মানুষ। আজ থেকে আগামী তিনদিন ধরে চলবে এ উৎসব।
এ উৎসবকে কেন্দ্র করে সাঁইজির আঁখড়া বাড়িতে বসে লালন মেলা।যা কুষ্টিয়া জেলার বৃহত্তম মেলার মধ্যে অন্যতম।এদিকে মেলার কারণে এবং সাঁইজীর ভক্তদের নিরাপত্তার জন্য এলাকাটি জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম।আজকে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ মাহাবুবউল আলম হানিফ, সংসদ সদস্য কুষ্টিয়া – ৩ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামিলীগ।