রংপুরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক গৃহবধূর গোসলের দৃশ্য ধারণ করার সময় কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) এক সহকারী পরিচালক কে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকা বাসী। আজ রোববার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক কর্মকর্তার নাম জাফরুল হাসান জুয়েল। এই কর্মকর্তার বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি চাকরির সুবাদে রংপুর নগরীর টেক্সটাইল মোড়ে থাকেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিপাড়া এলাকায় একটি বাড়ির নীচ তলার বাথরুমে গোসল করছিলেন ওই বাড়ির এক গৃহবধূ। রাস্তা সংলগ্ন বাথরুম হওয়ায় ওই পথ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে মোবাইল ফোনে ওই গৃহবধূর গোসলের দৃশ্য ধারণ করছিলেন কর্মকর্তা জাফরুল হাসান জুয়েল। এ সময় গৃহবধূ ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে চিৎকার করেন।
তার চিৎকারে বাড়ির আশে পাশে থাকা স্থানীয় লোকজন কর্মকর্তা জাফরুল হাসান জুয়েল কে আটক করে ৯৯৯ এ ফোন দেয়। অল্প সময় পর পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই কর্মকর্তা কে আটক করে থানায় নিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে ওই গৃহবধূর স্বামী বলেন, আমার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন। এক পর্যায়ে তিনি দেখতে পান বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কে যেন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে।
এটা দেখে তিনি চিৎকার দিয়ে বাইরে চলে আসেন। তাৎক্ষণিক বাসা থেকে বের হতেই দেখেন, ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রাস্তায় থাকা স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি আরও বলেন, আটক ব্যক্তির মোবাইল ফোন তল্লাশি করলে আরও দুটি আপত্তিকর ভিডিও রেকডিং দেখতে পাওয়া যায়।
আমি এই অমানুষের সর্বোচ্চ শাস্তি দাবী করছি। যেন এ ধরনের কাজ কেউ করতে সাহস না পায়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, আমরা ৯৯৯ এ ফোন পেয়ে জাফরুল হাসান জুয়েল নামের ওই ব্যক্তি কে আটক করি। তার বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বীজ বিপণন) রংপুরের উপ-পরিচালক মাসুদ সুলতান বলেন, পুলিশের কাছে আটক হওয়া জাফরুল হাসান জুয়েল বিএডিসির সহকারী পরিচালক পদে কর্মরত রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত