খুদে সাময়িকী কিচিমিচি বঙ্গবন্ধু বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন ২০২৩
. ঊষা আর্টস ইনস্টিটিউটের সম্পাদনায় খুদে শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রকাশিত শিল্প সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক নিয়মিত সাময়িকী কিচিমিচি( নন্দিত শৈশবের দীপ্ত মনন) এর বঙ্গবন্ধু বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গতকাল বিকালে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে সম্পন্ন হয়।
খুদে কবি লেখক ও শিল্পী, অভিভাবক,শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত পদচারণায় শৈল্পিক ও নান্দনিক আবহে ঈদগাঁও কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর অনিন্দ্য এক শিশুকুঞ্জে পরিণত হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার বিশিষ্টবিদ কবি ও ছড়াকার মো: নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সাহিত্য একাডেমি'র সভাপতি লেখক ও লোকজ গবেষক সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম,বিশিষ্ট নগর উন্নয়ন ও পরিকল্পনাবিদ প্রকৌশলী বদিউল আলম,বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল ইসলাম, মূক্তিযোদ্ধা কমান্ডার ডা. শামসুল হুদা, শিক্ষক মাষ্টার আবু তাহের,ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনসুর আলম, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউর রহমান, বাবু সমীর রুদ্র,পোকখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার তপন তালুকদার,বুলবুল দাশগুপ্ত,
যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকু,আইনজীবি পরিষদ সদস্য সচিব এড.জুলকর নাইন জিল্লু।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা খুদে শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীলতা বিকাশ এবং মুক্তিযুদ্ধের মুল্যবোধ ও চেতনায় সমুন্নত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শনে অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একটি স্মার্ট ও সংবেদনশীল প্রজন্মসৃষ্টি সুদুরপ্রসারি লক্ষ্য অর্জনে শক্তি, সাহস ও অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত