প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ
ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা সড়কে ছিনতাই ঘটনায় দুইজনকে গ্রেফতার
কক্সবাজার ঈদগাঁও উপজেলার আলমাছিয়া মাদ্রাসা সড়কে ছিনতাইয়ের ঘটনায় মুলহুতাসহ দুজনকে গ্রেফতার করলো র্যাব ১৫। বিগত ৭ অক্টোবর মাছ ব্যবসায়ী শামসুল আলম কক্সবাজার শহরে যাওয়ার পথে ঈদগাঁও আল মাছিয়া মাদ্রাসা সড়কে পৌঁছালে ছিনতাইকারী পিছন থেকে এসে তাকে অতর্কিত আক্রমণ করে নগদ ১০ হাজার টাকা, ১টি স্মার্ট ফোন ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার সাথে সাথে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিকটিম শামসুল আলম বাদী হয়ে বিগত ১২ অক্টোবর ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের নিমিত্তে র্যাব-১৫, কক্সবাজার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও র্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখে। একপর্যায়ে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ অক্টোবর অনুমান সাড়ে আটটার দিকে র্যাব-১৫, কক্সবাজারের চৌকস আভিযানিক দল সদরের বাজারঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে এবং ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনার মূলহোতা মোঃ জাহিদুল আলমসহ দুই জনকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা- ঘোনার পাড়ার মো: সেলিমের পুত্র মো: জাহিদুল আলম ও উত্তর টেকপাড়ার আব্দুল শহীদের পুত্র সাগর বাদশা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত