সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
নাগরপুর উপজেলার পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় চলতি পথে গতিরোধ করে ককটেল ফাটিয়ে, দিল রাজবংশী নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ৭০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তার কাছে থাকা নগদ এক লাখ টাকাও নিয়ে যাই । এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ দিকে বরংগাইল - টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের অদূরে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের ধরতে আসা জাকির হোসেন মৃধা (৩৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত ডাকাত মো. জসিম উদ্দিন (৩৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার আবুল শেখের ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী দিলু রাজবংশী (৪০) জানায়, আমি দৌলতপুর বাজারে মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী। প্রতিদিনের মতোই আজ
রাতেও আমি আমার কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম। তিনি জনান, ‘পথেরমধ্যে দুটি মোটরসাইকেল করে পাঁচজন ডাকাত আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আমাদের কাছে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।' তিনি আরও জানান, 'আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদেরদের ধাওয়া করে । পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ডাকাতদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলি বর্ষণ করে পালিয়ে যায় তারা । এক পর্যায়ে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানে দৌলতপুর সদর চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা,কলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা, লিটন, জমির মিজান, রেজা,জুলহাস, কনক, আশিক, এসএম জাহিদ এর আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ফোনে জানতে পাড়ায় ব্যারিকেড সৃষ্টি করে লোকজন নিয়ে ডাকাত দলের সদস্যদের ধাওয়া করে ওই চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। এসময় ডাকাত দলের ২টি মোটর সাইকেল পুলিশের কাছে নেতা কর্মীরা হস্তান্তর করে । দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা জানান, 'ডাকাত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ । মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত