সুনামগঞ্জ শহতলী তে জুয়ার আসর বসে এখন পয়েন্টে পয়েন্টে সম্প্রতি এক অনুসন্ধানে এমন চিত্র উঠে আসে। মুঠোফোন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। লোভে পড়ে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণেরা এই জুয়ায় বেশি আসক্ত হচ্ছেন। জুয়ার নেশায় বুঁদ হয়ে সর্বস্ব হারাতে বসেছেন তাঁদের অনেকে। এ কারণে বাড়ছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ।অনুসন্ধানকালে জানা গেছে, পৌর এলাকা থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোয় এই জুয়া বিস্তার লাভ করছে।সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ এই জুয়ায় জড়িয়ে পড়ছেন।তরুণদের অনেকেই কৌতূহলবশত এই খেলা শুরুর পরেই নেশায় পড়ে যাচ্ছেন। প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময় খোয়াচ্ছেন হাজার হাজার টাকা।নিম্ন আয়ের মানুষ রাতারাতি ধনী হওয়ার লোভে পড়ে এসব খেলে সর্বস্বান্ত হচ্ছেন তারা।সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরূলের দোকানের পিছনে দিনে রাত চলে জূয়াখেলা এলাকার যুবসমাজ ও নিম্ন আয়ের মানুষ সর্বস্বান্ত হচ্ছেন এসেএই পথে। সরজমিনে আব্দুল্লাপুর পয়েন্টে গেলে নজরুলের দোকানের পিছনে জুয়া খেলার বিষয়টি নজরে আসে। নজরুলের দোকানের পিছনে ছোটছোট ঘরের ভিতরে গাপ্পাখেলা তাস খেলা সহ মোবাইলের মাধ্যম অনলাইনে জুয়ার আসর বসে,তবেপ্রভাবশালী নজরুলের ভয়ে এলাকার কেউ মূখ খুলেনা। বিষয়টি নিয়ে নজরুলের সাথে কথা হলে তিনি স্বিকার করেন তিনি দোকানের পিছনে নিজে থাকার জন্য একটি ঘর তৈরি করেনএবং সি এন জি একটি গ্যারেজ আছে দিনে এলাকার কিছু মানুষ সময় কাটানোর জন্য গাপ্পা খেলেন ও তাস খেলেনএবংআমার দোকান থেকে চা'পান বিক্রি করিএর চেয়ে আর বেশি কিছু নয়।মোল্লাপাড়া ইউনিয়নের২নং ইউপি সদস্য নুরইসলাম মিয়া জানান আমার ওয়ার্ডে যদি লুকিয়ে জুয়া খেলে আমার জানা নেই তবে আমি তিনবারের রানিং ইউপি সদস্য হিসাবে বলতে পারি আমার ওয়ার্ডে এ রকম কিছু নেই তবে আব্দুল্লাপুর পয়েন্টে আমার বেশি যাওয়া আসা পরেনা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তথ্য) আবু সাঈদ জানান সুনামগঞ্জে মাদক, জুয়া খেলা,সহ বিভিন্ন রকম অপরাধ প্রবণতা প্রতিরোধে প্রতিনিয়ত কাজ করছে পুলিশ, বিষয়টি খোঁজখবর নিয়ে অপরাধের সাথে সংশ্লিষ্টদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত