কুষ্টিয়ায় সিএনজি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে নেয়া হয়েছে হাসপাতালে।
আজ (৫ অক্টোবার) বৃহস্পতিবার কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩ টার দিকে সিএনজি ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সহ ৮ জন আহহ হয়। তাদের মধ্যে সিএনজি যাত্রী আল আরাফ ব্যাংকের অফিসার বৃন্দ এবং অটো চালকসহ দুজন গুরুতর আহত হলে তাদের দ্রুত বি আর বি অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া সদর হাসপাতালে আনা হয়।
আল আরাফ ব্যাংকের অফিসার থানা মোড় শাখা থেকে পোড়াদহ ইনভেস্টমেন্ট পার্টি মেটাআপে যাবার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
সিএনজিতে ছিলেন- আল আরাফ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এনায়েত কবীর, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুলাইমান ,এম জামিল,
আটো ড্রাইভার সহ মোট আট জন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন।
সিএনজি যাত্রী ৪ জন ,অটোযাত্রী ২ জন অটো ড্রাইভার সহ ১ জন পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে।
ইজিবাইক চালকের এর ভাষ্যমতে পোড়াদহ থেকে তিনি দুজন আরোহীসহ কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিলেন। পাশে একজন সাইকেল আরোহী কে বাঁচানোর জন্য তিনি মোড় নেন এ সময়ে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীর মতে- সিএনজি অনেক দ্রুতগতিতে চলছিল এ সময়ে সাইকেল আরোহী সামনে চলে আসে তাকে বাঁচাতে অটোচালক মোড় নিতেই ,এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত