প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ
ভাঙ্গায় নিখোঁজের ২ দিনপর মিললো লাশ
ভাঙ্গায় নিখোঁজের ২ দিনপর মিললো লাশ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক বৃদ্ধা নিখোঁজের দুইদিন পর তার মরদেহ মিললো পুকুরে। এমন ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে। বৃদ্ধার নাম- কাশেম মাতুব্বর (৬৫), পিতা মৃত্যু মমতাজ উদ্দিন তার বাড়ি ওই দেওড়া গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কাশেম মাতুব্বর কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছেন। গতপরশু (২রা অক্টোবর) সোমবার এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে পরিবারের সাথে তিনি ঘুমিয়ে যান বৃদ্ধা কাশেম । পরিবারের অজান্তেই রাতের কোন এক সময় সে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা পরের দিন মঙ্গলবার সারাদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ বুধবার সকালে পুলিশের পরামর্শ নিয়ে নিহতের ছেলে খায়ের মাতুব্বর ভাংগা থানায় একটি হারানো অভিযোগ দায়ের করেন। বুধবার সন্ধ্যার পরে এলাকাবাসী বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে পরিবারের লোকজন কাশেমের মরদেহ বলে সনাক্ত করেন। এ ঘটনায় কাশেমের স্ত্রী খবিরন বেগম জানান, আমার স্বামী কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি রাতে বারবার ফজরের আজান দিয়েছে বলে বের হয়ে মসজিদের দিকে যেত। নামাজের সময় না হলে মসজিদ বন্ধ দেখে আবার ফিরে আসতো। এভাবেই মাঝে মাঝে করত। কিন্তু গত দুইদিন ধরে বের হয়ে আর ফেরেনি। আমাদের ধারণা অজু করতে গিয়ে পুকুরে পড়ে আর উঠতে পারে নাই। তবে তার কোন শত্রু নাই এলাকায় এবং আমাদেরও কোন অভিযোগ নাই কারো প্রতি। এদিকে তদন্তকারী অফিসার ইন্সপেক্টর (তদন্ত) প্রদ্যুত সরকার জানান, বৃদ্ধা কাশেমের মরদেহ সুরত তাহলে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত নিয়ে দাফনের জন্য মরদেহ পরিবারের নিকট দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত