গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের জলপাইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুরুল আমীন (৩২)। তিনি কাপাসিয়ার টোকনগর গ্রামের বাসিন্দা। পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কোঁচেরচর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন তিনি। নুরুল আমীন দুই ছেলেসন্তানের জনক।নিহত নুরুল আমীনের শ্যালক মো. আসাদুল্লাহ মাসুম ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে তিনি মাদ্রাসায় যাওয়ার জন্য মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। জলপাইতলা এলাকায় পৌঁছার পর ঢাকাগামী জলসিঁড়ি এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরুল আমীন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লায়লা আখতার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত নুরুল আমীনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন বৈদ্য বলেন, স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত