খালেদা জিয়া কোন শর্তসাপেক্ষে দেশের বাইরে যাবেন না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে দুটি মামলায় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাগারের রায় দিয়েছে। পরিবারের আবেদনে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি দেয়া হয়, এরপর থেকে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে বেগম জিয়ার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তার চিকিংসার জন্য বিদেশের আধুনিক হাসপাতালে নেয়ার পরামর্শ ডাক্তারদের। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি দলীয়ভাবে এবং পরিবারও বারবার বললেও সরকার চিকিংসার কোন গুরুত্ব দিচ্ছেন না। আইনগত সুযোগ নেই বলে ৪০১ ধারার দোহাই দেয় সরকার। যে শর্তে বেগম জিয়া বাসাতে চিকিৎসা নিচ্ছেন সেটা বাদ দেয়া সম্ভব না। তবে আইনমন্ত্রী একসময় বলেছেন এটাও সম্ভব না। সিনিয়র আইনজীবীরা বলছেন, সরকার চাইলে বিদেশে পাঠাতে পারে, দরকার সদ্বিচ্ছা।
তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিংসা নিতে না দেয়া শুধু অমানবিক নয়,দণ্ডনীয় অপরাধ। যে অসুস্থতার চিকিৎসার সুযোগ দেশে নাই, তা বিদেশে দেয়াও মৌলিক অধিকার। যে চিকিংসা দেশে নেই তা বিদেশে নিতে বাধা দেয়া সংবিধান লঙ্ঘনের শামিল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনের দোহাই দিয়ে বেগম জিয়াকে বিদেশে চিকিংসা নিতে বাধা দেয়ার সুযোগ নেই। খালেদার জিয়ার যেকোন পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।
কোন শর্তসাপেক্ষে বেগম জিয়া দেশের বাইরে যাবেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কখনই নির্বাচনে যাবে না।