জ্বালানী তেল কম দেওয়ায় ২ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা
ক্রেতাদের জ্বালানি তেল পেট্রেল,অকটেন, ডিজেল পরিমাণে কম দেওয়ায় খুলনার পাইকগাছা পৌরসভার দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮” এর মাধ্যমে ১লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।
মঙ্গলবার দুপুর ১ টায় পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে জনস্বার্থে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
এসময়ে পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে জ্বালানি তেলের পরিমাপক যন্ত্রে কারচুপি করে গ্রাহকদের তেল পরিমাণে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায় “আসিফ ফিলিং স্টেশন- প্রতি ১০ লিটারে ৫৫০’গ্রাম কম, ও জয় মা এন্টারপ্রাইজে প্রতি ১০ লিটারে ৪৫০’গ্রাম কম বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। ফলে অভিযুক্ত আসিফ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপরে উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এর কাছে জানতে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে উক্ত জরিমানা করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খুলনা বিএসটিআই পরিদর্শক মোঃ রাকিব ইসলাম, পেশকার ইব্রাহীম হোসেন, হিরোনময় ব্যানার্জি ও আনসার সদস্যবৃন্দ।