বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ
যশোর কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীরা শপথ গ্রহণ যশোরের করেছে । যেখানেই বাল্যবিবাহ , সেখানেই প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার করেছে তারা । সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে শিক্ষার্থীরা এ শপথ গ্রহণ করে । উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম । বক্তব্য দেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস , পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাস , শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি , খাদিজা সুলতানা জিম , রাজদ্বীপ দত্ত প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী , অতিথি ও বিভিন্ন ব্যক্তিবর্গ এ শপথ পাঠে অংশ নেন । শপথ বাক্য পাঠ করান উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু । এছাড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা , আলোচনা সভা , চিত্রাংকন , আবৃত্তি , দেশের গান প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।