"ক্যাডার বৈষম্য নিরসন চাই" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিটের সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে কর্মবিরতি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুর রহমান এর সভাপতিত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদন্নোতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে এ সময় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও উপাধ্যাক্ষ প্রফেসর মোহা. নাজির উদ্দিন, সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন প্রমুখ।
এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত