কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে , চড়াইখোল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ইস্কুটি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্কুটি আরোহী সীমা আক্তার (28) নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে কুষ্টিয়া থেকে কুমারখালী যাওয়ার সময়, নিহত সিমা আক্তার কুমারখালি উপজেলার সদকি ইউনিয়নের দড়িমালিয়া গ্রামের হারুনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুটি যোগে বাড়ির দিকে যাচ্ছিল অপরদিকে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। তারা উক্ত স্থানে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় স্কুটি আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। কুমারখালী থানার সাব-ইন্সপেক্টর মারুফ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত