শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারের মেইন রাস্তার পাশে দাড়িয়ে এ মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর যুব সংগঠন জাতীয় যুব যুগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম ছামেদুল হক। উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন,স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোরাদ হাসান রুবেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য,বলেন রাজনগর গ্রামের রমজান আলীর ছেলে গোলাম রাব্বানী(৫০)গং তারা শুধু কঙ্কাল চুরি নয়,এলাকায় বিভিন্ন অপকর্মের সাথেও জড়িত।
কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদ জানিয়ে জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী জানান তারা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত