জ্বালানি তৈল এর সঙ্গে পানি মিশিয়ে বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ বলেন, অভিযোগ ছিল পদুয়া শাহ পাঠান ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অকটেন পরীক্ষার পর তেলে পানি মেশানোর প্রমাণ পাওয়া যায়।
এই অপরাধে শাহ পাঠান ফিলিং স্টেশন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ থাকবে। আবারো যদি এই ধরনের অভিযোগ পাওয়া যায়, তাহলে পরবর্তী তে আরো কঠিন শাস্তির বিষয়ে প্রতিষ্ঠান এর মালিক কে সতর্ক করা হয়। অভিযানে থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলো।