র্যাবের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৪০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী রজব আলী (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। রজব আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহিরমাদী গ্রামের গোলাম নবীর পুত্র।র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ উসমান গণি এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০৮:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চরসাদীপুর গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রজব আলী কে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে ৪০ বোতল ফেনসিডিল যাহার মূল্য আনুমানিক ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।