বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিত ফকিরের বাড়ীর বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তার ঘরের থেকে নগদ প্রায় ৯ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণের গহনা, জমির দলিল, ব্যাংকের চেক বই, মুক্তিযুদ্ধের সনদ সহ জামাকাপড় চুরি হয়েছে বলে জানা গেছে।গত (২২সেপ্টেম্বর) শুক্রবার গভীর রাতে শাসন গ্রামের উত্তর পাড়া মুক্তিযুদ্ধার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
মহিত ফকিরের স্ত্রী বলেন, বৃহস্পতিবার সকালে মেয়ে-জামাইয়ের বাড়ি গোপালগঞ্জ বেড়াতে যায়। এই সুযোগে চোরের দল রাতের কোনো এক সময় ঘর ও গেইটের তালা ভেঙে প্রবেশ করে। গেটের তালা ভাঙা দেখতে পেয়ে ভেতরে ঢুকে দেখে, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটে পড়ে আছে। চুরি হয়ে গেছে ঘরে থাকা নগদ ৯ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের গহনা।
তিনি আরও জানান,
(২৩ সেপ্টেম্ব) শনিবার বাড়িতে এসে কেচি গেটের তালা ভাঙা দেখতে পায়। এবিষয়ে মুক্তিযুদ্ধা মহিত ফকির মোল্লাহাট থানায় একটা লিখিত অভিযোগ করেছে।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সমেন দাশ বলেন,
চুরি হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত