নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণপাড়া গ্রামের রুবেল বিশ্বাস (২৮) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বুরুলিয়া গ্রামের মো. নাজমুল সুজন (১৯)।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন আজকের পত্রিকাকে বলেন, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা সংলগ্ন নিউটাউন শপিং কমপ্লেক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত