ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার উত্তর মাইজপাড়া থেকে শুক্রবার ভোররাতে ডাকাতদল সেতু তৈরির মালামাল ও তিনটি গরু লুট করার খবর পাওয়া গেছে।
স্থানীয় সেলিম আহমদ জানান, ভোররাতে মুখোশধারী ডাকাতেরা উক্ত এলাকায় নির্মিতব্য সেতুর ঘুমন্ত শ্রমিকদের জিম্মি করে নির্মাণ সামগ্রী লুট করে। পরে পার্শ্ববর্তী ছাত্রদল নেতা সাজ্জাদের বসতঘরের গোয়াল ঘর থেকে তিনটি গরু লুট করে গাড়িযোগে স্থান ত্যাগ করে।
ঈদগাঁও থানা এক অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি এক মহিলার মাধ্যমে এ ঘটনা জেনেছেন বলে জানান।
(১৯ জুন) ভোররাতে একই ইউপির সাতঘরিয়া পাড়া থেকে সশস্ত্র ডাকাতদল ছয়টি গরু লুট করে। (১৬জুন) সকালে একই ইউপির ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতির পর স্কুলছাত্রসহ তিন যাত্রীকে অপহরণ করে ডাকাতরা। পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়।
জুলাই বিপ্লব পরবর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। উপজেলার জনগণ আইন শৃংখলার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
Muratpaşa su kaçak tespiti Kaçağı bulduktan sonra evi tertemiz bıraktılar. https://frayala.switch-maker.net/read-blog/18999
Kayaşehir su kaçak tespiti Profesyonel bir ekip, su kaçağını hemen çözdüler. https://wutdawut.com/read-blog/54974
охрана чоп стоимость [url=www.rabochiy.site/]www.rabochiy.site/[/url] .