নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি ঃ
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার ২০২৫ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত) এর আওতায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এবং নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ মাসুদ।
এ সময় সলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫০০ মিটার চায়না জাল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “চায়না জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছ ধরার ফলে শুধু বড় মাছই নয়, মাছের পোনা, ডিম এবং অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হয়। এর ফলে আমাদের মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি।”
তিনি আরও জানান, মানুষের অতি লোভের কারণে নদী, খাল, বিলের জলজ সম্পদ আজ বিপন্ন। তাই এই বর্ষা মৌসুমে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ জানান, “মৎস্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জেলেদের এসব অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অবৈধ জাল দিয়ে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ধরনের অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
SEO performans buyhacklink.com add free hacklink buyhacklink.com https://ipektesisat.com
Yenimahalle su kaçak tespiti Bodrumdaki su sızıntısını özel cihazlarla tespit ettiler. Kalıcı çözüm sundular. Necdet G. https://www.neymarfootballforum.com/read-blog/10905
Küçükçekmece su kaçak tespiti İşlerinde Usta: Gerçekten işlerinde ustalar. Teşekkür ederiz. https://vibrantclubs.com/read-blog/10393