নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি ঃ
২৭ মে ২০২৫ ইং তারিখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৮ নং দপ্তিয়র ইউনিয়ন পরিষদে ভিজিডি (VWB) কার্ডধারীদের মাঝে তিন মাসের চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আয়োজিত এই বিতরণ কার্যক্রমে প্রত্যেক উপকারভোগীকে নির্ধারিত পরিমাণ চাউল হস্তান্তর করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগী নারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকির দায়িত্ব পালন করেন দপ্তিয়র ইউনিয়ন,ট্যাগ অফিসার মোঃ নওশাদ আলম,দপ্তিয়র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ তারা মিয়া। তার সঙ্গে ছিলেন , ইউপি হিসাব সহকারী,মো: ফিরোজ আকন্দ, ডিজিটাল সেন্টার উদ্দোক্তা মো: বাবুল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনে সাময়িক স্বস্তি ফিরিয়ে আনা।
উপস্থিত কর্মকর্তারা সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় চাউল বিতরণে সক্রিয় ভূমিকা রাখেন এবং অনিয়ম রোধে কঠোর নজরদারি বজায় রাখেন।