ভিক্টর বিশ্বাস চিতা ঃ
জগতি থেকে ৭৫ কিলোমিটার গোয়ালন্দঘাট লাইনের স্টেশন হিসেবে খোকসা রেলওয়ে স্টেশন তৈরি করা হয় ১৮৭১ সালে। মাত্র তিনজন কর্মচারী দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছিলো রেলওয়ে স্টেশনের কার্যক্রম। এ কারণে রেলওয়ে স্টেশনের ট্রেনের যাত্রীদেরকে চরম ভোগান্তি পোহাতে হতো প্রতিনিয়ত।
সুত্র বলছে, রেলওয়ে স্টেশনে প্রতিমাসে আয় প্রায় ১৫ লক্ষ টাকা। দীর্ঘদিন যাবত খোকসা স্টেশনে মাস্টার না থাকায় কোন গাড়ির করাচিন দেওয়া সম্ভব হয়নি। এনিয়ে মানববন্ধন করেও মিলছিলো না সমাধান। এতে ভোগান্তিতে ছিল ব্যবসায়ী ,চাকরিজীবী এবং সাধারণ মানুষ।
অবশেষে খোকসার গর্ব অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টরকে অবগত করেন এলাকার সুশীল সমাজ। তারই ধারাবাহিকতায় বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টরের উদ্যোগে খোকসাতে স্টেশন মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ণ উদ্যমে শুরু হয়েছে রেলওয়ে স্টেশনের কার্যক্রম। এই মহতী উদ্যোগের জন্য বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খোকসাবাসী।