ডেস্ক রিপোর্ট ঃ
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে সভাপতি হিসেবে মোঃ নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আশিকুর রহমান হৃদয় মনোনীত হয়েছেন। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা সংসদের কাছে জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন। এর আগে গত বৃহষ্পতিবার (২২ মে) জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন ও মোঃ মুশফিকুর রহমান মানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি লিখন হোসেন, সহ-সভাপতি মোঃ সোহাগ হোসেন,, সিনিয়র যুগ্ম সম্পাদক তানভীর মাহমুদ সূর্য, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আফরিন শাপলা।