নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি ঃ
পবিত্র ঈদুল আজহা ও কোরবানির ঈদকে সামনে রেখে নাগরপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন নিশ্চিত করতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এ মহড়ার সূচনা হয়।
মহড়ায় নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এতে আরও অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এবং নাগরপুর সেনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মাহদী হাসান।
এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ভূমি অফিসের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নে একযোগে টহল পরিচালনা করেন। মহড়াটি নাগরপুর, ভাদ্রা, দপ্তিয়র ও সলিমাবাদসহ উপজেলার গুরুত্বপূর্ণ গরুর হাট এবং জনবহুল এলাকায় পরিচালিত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে ঘিরে গরুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভটিজিং কিংবা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ঈদ উদযাপনের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
এ বিষয়ে ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “জনসাধারণ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই আমাদের এই প্রস্তুতি। আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, ঈদুল আজহাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর এই মহড়া নাগরপুরবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে।