বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ থাকলেও কিছু শিক্ষক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল তৈরির চেষ্টা করছেন বলে গুঞ্জণ শুরু হয়েছে। নবনিযুক্ত উপাচার্যকে ঘিরে একটা বলয় তৈরির জন্যই সাদা দল নিয়ে শিক্ষকদের একটি অংশ সরব হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত ১৩ ই মে অধ্যাপক ড. তৌফিক আলম উপাচার্য হিসেবে নিয়োগের দিন হঠাৎ বিএনপিপন্থি বলে পরিচিত শিক্ষকদের কয়েকজন এক হয়ে মিটিং করে সাদা দল প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে কথা ছড়িয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহফুজ আলম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আব্দুল আলিম বছিরসহ আরও কয়েকজন মিলে সাদা দল তৈরির চেষ্টা করছেন বলে জানাগেছে। অপরদিকে মার্কেটিং বিভাগের শিক্ষক মো. মেহেদী হাসান বিএনপিপন্থি বলে জানা গেলেও তিনি এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত নন বলে জানাগেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ৮-১০ জন মতো শিক্ষক রয়েছেন বিএনপিপন্থী শিক্ষক বলে পরিচিত৷ তাদের মধ্য রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বছির, একই বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক গাজী জহিরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত ফেরদাউস, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা আক্তার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ইমরান হোসেন।
২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরের ইতিহাসে কখনো বিএনপিপন্থি শিক্ষকদের নিয়ে আলাদা দল গঠন করতে দেখা যায়নি। একবার ২০১৭ সালে নীলদল গঠিত হয় বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রত্যেক অনুষদ থেকে চার থেকে পাঁচজন করে প্রতিনিধি ছিলেন। তাছাড়া বিগত দিনে আওয়ামীলীগপন্থী শিক্ষকরাই দুই দলে বিভক্ত হয়ে শিক্ষক রাজনীতি করেছে। ৫ই আগস্টের পরও বিএনপি পন্থি শিক্ষকদের নিয়ে সাদা দল গঠনের তোড়জোড় দেখা যায়নি, যতটা দেখা যাচ্ছে আন্দোলনের মুখে ববি উপাচার্য শুচিতা শরমিনকে সরিয়ে দেয়ার পর থেকে। উপাচার্য বিরোধী আন্দোলনেও সরব ভূমিকায় দেখা যায়নি বিএনপিপন্থি শিক্ষক বলে পরিচয় দেয়া শিক্ষকদের।
যা বলছেন ছাত্রদল নেতারা
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, ৫আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি কিছু শিক্ষকরা মিলে সাদা দল তৈরির চেষ্টা করছে। বিষয়টি এখন আরও প্রকাশ্যে এসেছে তবে এটাও শুনতেছি অল্পকিছু শিক্ষকদের মধ্য আবার দূরত্ব রয়েছে। আশা রাখব তাদের এই দূরত্ব দূর করে এক ছাতার নিচে থাকবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক ইনজাম শাওন বলেন, এতদিন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি পন্থি হাতেগোনা কয়েকজন শিক্ষকের নাম জানতাম। কিন্তু শিক্ষকদের সাদা দলের কোন কথা শুনিনি। এখন শুনতেছি বেশকিছু শিক্ষক এক হয়ে সাদা দল তৈরির চেষ্টা করছেন। তারা আবার ছাত্রদের একটি অংশের সাথে মিটিংও করেছেন আমরাও জানতে চাই এই শিক্ষক কারা।
শিক্ষকরা যা বলছেন
সহকারী অধ্যাপক ড. মাহফুজ আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে যেহেতু সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ সেই বিষয়ের প্রতি সম্মান রেখেই দলীয় কোন রাজনীতির কথা এই মুহুর্তে ভাবছি না। সাদা দলের যে বিষয়টির কথা বলা হচ্ছে সে সম্পর্কে শুধুমাত্র আলেচনা হয়েছে এরা বাইরে কিছু না।
সহকারী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, শিক্ষার্থীদের দাবিতেই বিশ্ববিদ্যালয়ে বর্তমান সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ রয়েছে। শিক্ষার্থীরা যদি চায় গণতান্ত্রিক রাজনীতি থাকা প্রয়োজন যেমন ছাত্রসংসদ। তাহলেই নিষিদ্ধ সংগঠ বাদে সকল রাজনীতি চালু হোক সেটা আমরা চাই। শিক্ষকদের সাদা দল প্রতিষ্ঠার বিষয়ে তেমন কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
ভিসি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষক জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, শিক্ষকদের লাল, নীল, সাদা কোন দলে বিভক্ত হয়ে রাজনীতিই করা উচিত নয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আসলে গবেষণা ও পাঠদানে অধিক মনোযোগী হওয়া উচিত।