সিপন রানা
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তীব্র প্রতিবাদ ও শাস্তি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল এক বিক্ষোভমুখর অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার (১৮ মে) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা ও কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির, যুগ্ম আহ্বায়ক রুপক খান ও মোস্তাকিম মিয়া, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা প্রমুখ।
বক্তারা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, সাম্যের মতো উদীয়মান ও কর্মঠ ছাত্রনেতার নির্মম হত্যাকাণ্ড আমাদের সবাইকে শোকাহত করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আজ দেশের শিক্ষাঙ্গনগুলো নিরাপত্তাহীনতার শিকার। ছাত্রসমাজের মাঝে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে। এমন নৃশংস ঘটনা যেন আর না ঘটে—সে জন্য অবিলম্বে নিরাপদ, সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান তারা।
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার যদি ব্যর্থ হয়, তবে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এই অবস্থান কর্মসূচির মাধ্যমে নাগরপুর ছাত্রদল দেশের ছাত্র সমাজের নিরাপত্তা এবং ন্যায়বিচারের স্বার্থে তাদের দাবি ও অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরে।