ডেস্ক রিপোর্ট ঃ
১৬ মে ২০২৫, বাংলা মোটর, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা—
সমসাময়িক বাংলা কবিতার উদীয়মান কণ্ঠস্বর তরুণ কবি মাহমুদুল হাসান শান্ত কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন দুইটি গৌরবময় সাহিত্য পুরস্কার—
১. South Asia Cine Golden Star Award – 2025
২. Sundarban Bengal Star Golden Award – 2025
সাউথ এশিয়া সাহিত্য পরিষদ ও সুন্দরবন সাহিত্য পরিষদ-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিজন ও কবিদের মিলনমেলায় রূপ নেয়।
মাহমুদুল হাসান শান্ত, যিনি কবিতায় সমাজের অবহেলিত মানুষের যন্ত্রণা, প্রেমের নিরব স্পর্শ, এবং প্রতিবাদের দীপ্ত স্বর তুলে ধরেন, এই সম্মাননায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—
“এই পুরস্কার আমার একার নয়, এটি আমার পাঠকদের, আমার প্রেরণার, আর সাহিত্যের প্রতি ভালোবাসার ফসল। আমি চাই, কবিতা হোক মানুষের চেতনার আলো।”
তরুণ এই কবির লেখা ইতোমধ্যেই দেশের বিভিন্ন পত্রিকা, সাহিত্য ম্যাগাজিন ও সংকলনে প্রকাশিত হয়েছে এবং পাঠকমহলে প্রশংসিত হয়েছে।