নিজস্ব প্রতিবেদক ঃ
ঈদগাঁও, কক্সবাজার
অপারেশন ডেভিল হান্টের আওতায় মোয়াজ্জেম মোর্শেদ নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়। বুধবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন।
আটক মোয়াজ্জেম মোর্শেদ উপজেলার রশিদ নগর ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি ইউনিয়ন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি রশিদনগরের উত্তর কাহাতিয়া পাড়ার ব্যবসায়ী মঞ্জুর মোর্শেদের পুত্র।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সোয়েব সাঈদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
живые цветы купить цветы доставка
розовые розы цветы под заказ