লেখক ঃ
রিয়াজুল হক
শৈলকূপা, ঝিনাইদহ
আহা! কি আনন্দ আকাশে বাতাসে।
পাকিস্তানে বিজয়োৎসব। ভারতেও সুখের উল্লাস,
আনন্দমঠে উলুধ্বনি। তাহলে এ খেলায় হারলো কোন্ দল?
ভারত নাকি পাকিস্তান। আসলে সত্যকথা বলতে, দু দলই
জিতেছে। কারন অন্তত মানুষ মারতে পেরেছে দু পক্ষ’ ই।
জম্মু কাশ্মীরের পুঞ্চ গ্রামের সাধারন মানুষের হৃদয়ের ক্ষত
শুকাতে কতদিন লাগবে তা কি কর্তাবাবুরা অনুমান করেছে?
পাকিস্তানের কতিপয় বুভুক্ষ আমজনতার তপ্ত লোহু কি এই
জয়ধ্বনির আবির হয়ে গেলো?
আমরা বাংলাদেশের মানুষ মহানন্দে উপভোগ করলাম মানুষ
মারার দৃশ্য। যুক্তিবিদ্যায় আছে ” কার্যকারণ সম্পর্ক “।
কারন ছাড়া কার্য ঘটে না। তাহলে এই কারনের নির্দিষ্টতা আর
নিপুণতা যাচাই করা কি অসম্ভব ছিলো?
আমি হিন্দু। আমি শ্রেষ্ঠ। অস্পৃশ্য গো-ভক্ষক আমার ঘৃণার্হ। আমি মুসলমান। আমি মোনাজাতে বলি, ” হে পরওয়ারদিগার! তামাম মুসলমানকে তুমি শক্তি দাও।
অমুসলমানদের উপর গযব নাযেল করো। আমিন! ”
ওগো চেতনগুরু ! হৃদয়-দেবতা ! দেখিয়ে দাও ভ্রান্ত সব পান্থের
সোজা পথ। দ্রোহ নয়। প্রেম দাও। খুলে দাও পড়শী ক্বাবা দুয়ার।
hacklink ekleme buyhacklink.com uzman buyhacklink.com https://www.kusadasiteksex.com/