আশরাফুল আলম ঃ
কুষ্টিয়ার সদর উপজেলার ১১ নং আব্দুলপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য শুকিলা খাতুন দাবি করেছেন, ব্যক্তিগতভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল সামজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন।
তিনি জানিয়েছেন, গত ৪ মে ও ৮ মে জেলার লক্ষীপুর এলাকার এম. কে. ব্রিকস থেকে বসত বাড়ি নির্মাণের জন্য ২ হাজার করে মোট ৪ হাজার ইট ক্রয় করেন তিনি। যাকে পুঁজি করে তাকে হেয় প্রতিপন্নের উদ্দেশ্য একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
গত রোববার (১১ মে) চ্যানেল এ ওয়ান নামের একটি ফেসবুক পেজ থেকে সংবাদ আকারে ‘কুষ্টিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তার ইট আত্মসাতের অভিযোগ’ শীর্ষক একটি ভিডিও প্রচার করা হয়। বিষয়টি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তি মূলক ও উদ্দেশ্য প্রণোদিত। এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
ইউপি সদস্যের ইট ক্রয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এম. কে. ব্রিকসের প্রোঃ আব্দুল মাজিদ। ক্রয়ের রশিদ নং ১২০২ ও ১২৩৩।
এবিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় সামাজিক বিরোধ থাকায় পূর্ব থেকেই একটি মহল মহিলা ইউপি সদস্য শুকিলাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। যার প্রেক্ষিতে তাকে হেয় প্রতিপন্ন করতে এধরণের কার্যক্রম চালানো হয়েছে। এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এবিষয়ে ফেসবুক পেজে সংবাদ আকারে প্রচারিত ওই প্রতিবেদনের প্রতিবেদক শেখ মহসিন কবিরের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।