এম আবু হেনা সাগর, ঈদগাঁও
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ১১ মে বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী হলরুমে দ্বি-বার্ষিক মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নেজামুর রহমান সুলাইমানী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুস্তাফিজুল হক চৌধুরী ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মোর্শেদুল আলম কাউসার।
সভাপতিত্ব করেন ও উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী আন্দোলন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হক আজিজী। ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এ অধিবেশন পরিচালনা করেন মাওলানা মোহাম্মাদ ইসমাইল ও ক্বারী মাওলানা রমজান আলী।
বক্তাদের মধ্যে ছিলেন সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তাক আহমদ নদভী, সেক্রেটার মাওলানা মোহাম্মাদ ইসমাইল, সহ- সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী রমজান আলী, অর্থ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা হাফেজ মিজানুর রহমান বাহারী, হাফেজ উসামা বাহারী, ঈদগাঁও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম। পরে জেলার সহ-সভাপতি নতুন কমিটি ঘোষণা করেন। দিকনির্দেশনা মূলক কথা বলেন ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি হাফেজ মাওলানা সরওয়ার ফরাজী।
নবঘোষিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি মাওলানা শামসুল হক আজিজী, সহ-সভাপতি মাওলানা মোস্তাক নদভী, সহ-সভাপতি মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মোহাম্মাদ ঈসমাইল, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ শফি, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কারী রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এরশাদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল হাকীম।
বক্তারা বলেন, ইসলাম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও চাহিদা পূরণ করবে। ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করবে। শোষণ ও বৈষম্যমূলক অর্থব্যবস্থার অবসান ঘটিয়ে শোষণ মুক্ত, সাম্য ও সহযোগিতামূলক অর্থ ব্যবস্থা কায়েমের নিশ্চয়তা প্রদান করবে।
অতিথিরা আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু ইসলাম প্রদর্শিত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা কল্পে ইসলামী রাজনীতির পতাকা তলে ঐক্যবদ্ধ হতে সকলের প্রতি আহ্বান জানান।
Нужен номер для Телеграма? аренда номера для телеграмм для безопасной регистрации и анонимного использования. Поддержка популярных регионов, удобный интерфейс, моментальный доступ.