ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ৩টায় ফরিদগঞ্জ আরাফাত পার্টি সেন্টারের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক মোঃ বিন ইয়ামিনের সভাপতিত্বে, সদস্য সচিব মাওলানা রেদওয়ান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক পাটোয়ারী, নজরুল ইসলাম পাটোয়ারীসহ ইউনিয়ন ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং দলীয় সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। নেতৃবৃন্দ ওলামা সমাজের ঐক্য, ইসলামী মূল্যবোধ রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
магазины для покупки электроники электроника магазин купить