মো: ওবাইদুল হক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
শুক্রবার (৯ মে) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গ্রেফতার হয়েছে ৪ জন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হাদি আয়নাল মণ্ডলের ছেলে আমিনুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোহাম্মদ আজিজুল ইসলাম, বারঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃত মুনতাজ মণ্ডলের ছেলে মো. আবুল বাশার, সদর উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মহারাজপুর গ্রামের মৃত সতেমান মণ্ডলের ছেলে মো. নুরুল হুদা। এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান।
নাচোল উপজেলায় গ্রেফতার হয়েছে ৪ জন। গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. নজরুল ইসলাম (৫৭), নাচোল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিতাই চন্দ্র বর্মন (৫৮), নাচোল উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম (৫০), নাচোল উপজেলার সক্রিয় আওয়ামী লীগ কর্মী মো. বাবুল হক। এ তথ্য নিশ্চিত করেন নাচোল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।
শিবগঞ্জ উপজেলায় গ্রেফতার হয়েছে ২ জন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী মাস্টার (৫৫), চককীর্তি ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার (৩০)। এ তথ্য নিশ্চিত করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়াক।
ভোলাহাট উপজেলায় গ্রেফতার হয়েছে ২ জন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, যুবলীগ নেতা মনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সাত্তার। এ তথ্য নিশ্চিত করেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম।
গোমাস্তাপুর উপজেলায় গ্রেফতার হয়েছে ১ জন। গ্রেফতার ব্যক্তি হলেন, গোমস্তাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম আনসারী (৫৫)। এ তথ্য নিশ্চিত করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. রইস উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম বিশেষ অভিযানে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।