ভিক্টর বিশ্বাস চিতা
স্টাফ রিপোর্টার ঃ
ভারত এবং পাকিস্তান এই দুটি দেশ যদিও আমাদের কাছাকাছি বা প্রতিবেশি। তারপরও এই দুটি দেশ থেকে আমাদের দেশে কোনো রেমিট্যান্স আসে না। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক বিশেষ করে এই দুটি দেশে তাদের কোন কর্ম নেই।
এবং কর্ম দেবার মতো কোন সক্ষমতা ও নেই এই দুটি দেশের। কোনরকম কোনো দান অনুদান দেবার মতো কোন অর্থনৈতিক শক্তি ও এই দুটি দেশের নেই বললেই চলে। বিশেষ করে বাংলাদেশের কোন নাগরিক এই দেশগুলোতে গিয়ে কোন কর্ম করার মত অনুমতি নেই। তারপরও আমাদের দেশের অগণিত কিছু মুর্খরা এই দুটি দেশ নিয়ে তর্ক বিতর্ক করতেই থাকে সবসময়।
ভারত এবং পাকিস্তান আমার দেশ, বাংলাদেশের চেয়ে খুব বেশি ভালো আছে, এককথা বলা মুশকিল। দেশ হিসেবে ভারত অনেক বড় একটি রাষ্ট্র হতে পারে । জনসংখ্যা দিয়ে প্রায় বাংলাদেশের চেয়ে আট গুণ বেশি হতে পারে । তেমনি পাকিস্তানও বাংলাদেশের চেয়ে মোটামুটি বড় রাষ্ট্র। জনসংখ্যা দিয়ে ও কয়েক কোটি বেশি।
ভারত এবং পাকিস্তান থেকে আমাদের দেশে পণ্য আমদানি করা হয়। যা আমাদের প্রয়োজন হয়। এতটুকু সুযোগ – সুবিধা ছাড়া আর কিছু আমি দেখিনা। তারপরও আমাদের দেশের মানুষ বিভিন্ন সময় পক্ষে বিপক্ষে তর্কাতর্কি শুরু করে শুরু করে দেয় । কেউ ভারতের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে। এমনকি মারামারি খুনাখুনি পর্যন্ত হতে দেখা যায়। এটা কার লাভে, কিসের লাভে? এরকম বিষয় কিন্তু আমি এখনো খোঁজে বের করতে পারিনি।
অথচ বাংলাদেশের প্রায় তিরিশ লাখের বেশি মানুষ বিদেশে বসবাস করছে। আমেরিকা থেকে শুরু করে সৌদি,দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা লন্ডনসহ বিশ্বের প্রায় শতাধিক দেশে। সেখান থেকে দেশে রেমিট্যান্স আসছে মাসে বিলিয়ন বিলিয়ন ডলার। অথচ সেই সকল দেশগুলো নিয়ে নেই কোনো পক্ষ,নেই কোন বিপক্ষ। যত গুতাগুতি সব ভারত আর পাকিস্তান নিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত তর্কাতর্কি চলেই।
যে দুটি দেশ থেকে বিগত চুয়ান্ন বছরে নোখ কাটার জন্য, বাল কাটার জন্য একটি ব্লেড পর্যন্ত উপহার পাওয়া যায়নি। এবং ভবিষ্যতে ও পাওয়ার আশা নেই। সেই রকম দুটি দেশ নিয়ে, দেশের এক শ্রেণির আবালেরা যেম খেলা নিয়ে, পক্ষে বিপক্ষে থাকে। আজকে ভারত পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা রয়েছে সেখানেও পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছেই। আমাদের চরিত্র এতো খারাপ হলো কি করে?
আমরা আমাদের আশে পাশের দেশগুলোর শুভাকাখ্ঙী হতে পারি। তাদের ভালো মন্দ নিয়ে আমরা আলোচনা করতে পারি, বিশেষ করে জনগণ। আর সরকারের কাজ হবে, মাধ্যম হয়ে আলোচনা করা। একটি বিষয় মিমাংসা করার চেষ্টা করা।
আমরা মিয়ানমার নিয়ে আলোচনা করিনা। নেপাল ভুটান নিয়ে আলোচনা করি না ।
আমাদের তর্ক- বিতর্ক চলে শুধুমাত্র ভারত আর পাকিস্তান নিয়ে। এ যেন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের সামিল। আমার কথা হলো। আমরা মুসলমান। ভারতেও মুসলমান আছে। পাকিস্তানেও মুসলমান আছে। বতর্মান যুদ্ধ নিয়ে আমাদের প্রধান আলোচনা হওয়া উচিৎ।
যুদ্ধ যেন না হয়। যুদ্ধ মানেই সবার ক্ষতি। আমি এও মনে করি যুদ্ধ করতে করতে ভারত এবং পাকিস্তান নামের দুটি রাষ্ট্রের যদি অস্তিত্ব বিলিন হয়ে যায়।তাও আমাদের কিছু না লাভ বা ক্ষতি নেই । ওরা যদি যুদ্ধ বিরতি দিয়ে স্বর্গও বানিয়ে নেয়,তাও আমাদের কোন লাভ বা ক্ষতি নেই।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
৮ মে ২০২৫
darknet porno fucking a whore
Предлагаем качественные клинкерные ступени цена Нижний Новгород — ступени и плитка для наружных и внутренних работ. Устойчив к износу, влаге и морозу. Подходит для лестниц, крылец, балконов. Консультации и заказ в один шаг.