মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার দৌলতপুরে শত্রুতার জেরে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ৬মার্চ বুধবার গভীর রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের, আদাবাড়িয়া গ্রামের দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বেনজির আহম্মেদ বাচ্চু র পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৫০ লাখ টাকার অধিক মাছ মরে ভেসে উঠেছে।বেনজির আহাম্মেদ বাচ্চু বলেন, আমি ৩টা পুকুর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করছি।এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, বোয়াল, রুই, কাতল মাছ সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়েছে।
কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। হঠাৎ করে গত রাত্রে কে বা কারা আমার তিনটা পুকুরে বিষ প্রয়োগ করে, ফলে মাছগুলো সব মারা যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।